পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে উদযাপন উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা, আইন-শৃঙ্খলার সমুন্নত রাখা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভায় বক্তৃতা করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইফতেখারুল ইসলাম শামীম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পার্থ প্রতিম রায়, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হক, ওসি রিয়াদ মাহমুদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মইনুল ইসলাম, জুনি. কনসালটেন্ট গাইনী ডা. সুজন কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, আনসার ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, পিআইও রাজীব বিশ্বাস, ঈমান উদ্দিন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পূজা পরিষদের জেলা পূজা বিষয়ক সম্পাদক অব. অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপজেলা সহ-সভাপতি মুরারী মোহন ,বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, ঐক্য ফ্রন্টের উপজেলা সেক্রেটারি দিপংকর শিকদার, শান্ত্বানু সরকার। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলা ১৪৩ টি পূজা মন্দির বা মন্ডপের কমিটির সভাপতি, সেক্রেটারি ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ ও আলোকসজ্জা, যানবাহন নিয়ন্ত্রণ, ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা, অগ্নি নির্বাপণসহ নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন।