Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে বিএনপির উদ্যোগে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৫, ০৩:২৯:২৪ এম

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে মণিরামপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সভায় প্রধান অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই।

উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসী বসু দাশ,  সাধারণ সম্পাদক বাবু তরুণ শীল, পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক বাবু সন্তোষ রায়, হরিদাস মল্লিক, সুনীল ঘোষ, পলাশ ঘোষসহ অন্যান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সন্তোষ সর।

বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সকল বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে যেন এই উৎসব উদযাপন করতে পারে, তা নিশ্চিত করাই সকলের দায়িত্ব। বিএনপি সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের পক্ষে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সভা শেষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে শারদীয় শুভেচ্ছা ও পূজার শুভকামনা জানানো হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)