ফরহাদ খান, নড়াইল: নড়াইল শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র রূপগঞ্জ বাজারের মুদি দোকান লক্ষèী ভান্ডারে অভিযান চালিয়ে মদ, বিয়ার, ধারালো অস্ত্র ও অবৈধ মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় দু’জনকে আটক করা হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত আটটা থেকে একটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন নড়াইল সেনা ক্যাম্পের সদস্যরা। এ সময় জেলা পুলিশের একটি দল সেনাবাহিনীর সঙ্গে ছিলেন।
অভিযানের খবর পেয়ে দোকান মালিক পলাশ কুন্ডু পালিয়ে গেলেও আটক করা হয়েছে দোকান কর্মচারী নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের পিনাক কুন্ডু (৩৬) ও বেনাহাটি গ্রামের শুভ বিশ্বাসকে (২১)।
মুদি দোকান লক্ষèী ভান্ডারে তল্লাশি চালিয়ে তিনটি হকিস্টিক, পাঁচ বোতল বিদেশি মদ, নয়টি বিয়ার, ১৮টি বিদেশি চাকু, ১৯টি দেশি অস্ত্র এবং ৪০টি চোরাইকৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
জানা যায়, মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও দেশি অস্ত্র কেনাবেচা করে আসছিলেন লক্ষী ভান্ডারের মালিক পলাশ কুন্ডু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।