ফরহাদ খান, নড়াইল: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা মডেল মসজিদ মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন-ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন-সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা, সেক্রেটারি এস এম নাসিরুদ্দিন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা নেওয়াজ মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হুসাইন, সহ-সভাপতি বিএম মোস্তাফিজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আসিফ মাহমুদ, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মদ রায়হান শেখসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাওলানা তাজুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীরসাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে সবার দোয়া ও ভালোবাসা চাই। আমি নড়াইলবাসীর পাশে থাকতে চাই। একটি ব্যাংকে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি করতাম। প্রায় আট বছর চাকরি থাকতেও তা স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি। গণমানুষের সেবার লক্ষ্য নিয়ে রাজনীতিতে যোগদান করেছি। ইসলামী আন্দোলনের নীতি আদর্শে বিশ্বাসী হয়ে আমি এই দল থেকে জনকল্যাণে কাজ করতে চাই।