মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মহম্মদপুর উপজেলায় গণপিটুনিতে ইসরাফিলের মৃত্যুতে ২৮ জনের নামে মামলা হয়েছে। দায়ের করা মামলাকে ঘিরে গ্রামবাসীর মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
গত ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভোরে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে চুরি করে পালিয়ে নিজ গৃহে লুকিয়ে অবস্থান করলে বিক্ষুব্ধ জনতা ইসরাফিলকে আটক করে। এ সময় গণপিটুনিতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইসরাফিল জাঙ্গালিয়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাফিল দীর্ঘ প্রায় ১৫-২০ বছর ধরে চুরির সঙ্গে জড়িত ছিলেন। মহম্মদপুর থানা ছাড়াও আশপাশের বিভিন্ন থানায় তার নামে একাধিক চুরির মামলা রয়েছে এবং তিনি ৫০ বারেরও বেশি কারাভোগ করেছেন। একাধিকবার পুলিশের হাতে ধরা পড়ার পাশাপাশি অতীতে গণপিটুনিরও শিকার হয়েছিলেন তিনি।