কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: বুধবার যশোরের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল কোটচাঁদপুর এসএফএনটিসির অধীন কোটচাঁদপুর ও কালীগঞ্জ উপজেলার বাগান পরিদর্শন করেছেন।
এ সময় তিনি কোটচাঁদপুর উপজেলায় সৃজিত ৩ কিলোমিটার এবং কালীগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে সৃজিত ১০ কিলোমিটার বাগান ঘুরে দেখেন। পাশাপাশি চলতি বছরে তালবীজ রোপণসহ সৃজিত সব বাগানের সফলতা কামনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার বন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপকারভোগী কমিটির সভাপতি মোঃ সাহেব আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং কোটচাঁদপুর বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম (ডেপুটি রেঞ্জার)।
সামাজিক বনায়নের কার্যক্রম ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এ বছর তিনটি উপজেলায় তালবীজ রোপণের কাজও অব্যাহত আছে। তালগাছকে মানুষের জীবন রক্ষাকারী গাছ উল্লেখ করে এর সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।