বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে উপজেলার সব ইউনিয়নে এডহক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটিগুলোর অনুমোদন দেয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস ও যুগ্ম আহবায়ক শরিফ মো. জালাল উদ্দীনের স্বাক্ষরে প্রতিটি ইউনিয়নে ৫ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেয়া হয়।
এ সময় ঘোষিত ইউনিয়ন কমান্ডের নেতৃবৃন্দরা হলেন ১ নং জহুর ইউনিয়ন: আহবায়ক মো. মোসলেম উদ্দিন, যুগ্ম আহবায়ক শামীম্বরন বিশ্বাস,২ নং বন্দবিলা ইউনিয়ন: কেরামত আলী, শ্রী হরি বিশ্বাস, ৩ নং রায়পুর ইউনিয়ন: বিমল চন্দ্র সরকার,জি এম আজগর আলী,
৪ নং নারিকেলবাড়ীয়া ইউনিয়ন: মো. ফজলে করিম, রনজিত বিশ্বাস,৫, ৭, ৮ ও ৯ নং ইউনিয়নসমূহ: এস এম হাফিজুর রহমান, মনতস কুমার বিশ্বাস,৬ নং দোহাকুলা ইউনিয়ন: সৈয়দ সিদ্দিকুর রহমান, লিয়াকত আলী ।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস ও যুগ্ম আহবায়ক শরিফ মো. জালাল উদ্দীন নবনির্বাচিত এডহক কমিটির সদস্যদের অভিনন্দন জানান।
তারা বলেন, এ কমিটি মুক্তিযোদ্ধাদের কল্যাণ, মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় মুক্তিযোদ্ধা পরিবারের ন্যায়সঙ্গত দাবি-দাওয়াসহ সামগ্রীক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।