Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

এখন সময়: বুধবার, ১৫ অক্টোবর , ২০২৫, ০৭:০৭:৩০ এম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এসব অনুষ্ঠানের আয়োজন করে।

বিশ্ব জলাতঙ্ক দিবসে ‘জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে’র নেতৃত্বে একটি র‌্যালি প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে ডা. শংকর কুমার দে’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস।

যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন প্রমুখ।

সপ্তাহব্যাপী কুকুর ও বিড়ালের জলাতঙ্ক নির্মূলে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে।

অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের এআই টেকনিশিয়ান, স্বেচ্ছাসেবক ও সেবিকারা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)