দাকোপ প্রতিনিধি: দাকোপে দলিত শিক্ষার্থীদের ভোকেশনাল প্রশিক্ষণ গ্রহণে সহায়তা এবং প্রনোদনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত এ সভার আয়োজন করে। সোমবার বেলা ১১টায় দাকোপ উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রকল্প ব্যবস্থাপক তরিকুল ইসলাম। সভায় বক্তৃতা করেন দাকোপ উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, অডিট ও মনিটরিং কর্মকর্তা উত্তম কুমার দাস, একাউন্টস কর্মকর্তা সোমনাথ সরকার, প্রকল্প কর্মকর্তা বিলাশ গাইন প্রমুখ। সভা শেষে ৫০ জন এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে ২৫০০ টাকা হারে এবং ১২ জন ভোকেশনাল শিক্ষার্থীদের প্রত্যেককে ৫০০০ টাকা করে অনুদান দেয়া হয়।