কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির উদ্যোগে সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দোড়া ও কুশনা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির ঝিনাইদহ জেলা টিমের সভাপতি মো. ইসাহাক আলী নিশাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর থানা জাকের পার্টির সভাপতি আব্বাচ উদ্দীন খান এবং কোটচাঁদপুর থানা জাকের পার্টির সভাপতি মীর জাহান। এছাড়া দোড়া ও কুশনা ইউনিয়নসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
সভার সভাপতিত্ব করেন দোড়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আব্দুল লতিফ।
জনসভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি তালসার বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।