Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ধর্ম-বর্ণ নির্বিশেষে একসাথে বসবাস করতে চাই : আরিফুজ্জামান মিল্টন

এখন সময়: সোমবার, ২০ অক্টোবর , ২০২৫, ০৪:৫৩:৫৪ পিএম

সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা): পূজা মণ্ডপ পরিদর্শনকালে ভক্ত ও পূজারীদের প্রতি শারদীয় শুভেচ্ছা জানিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুজ্জামান মিল্টন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা একসাথে বসবাস করতে চাই,যা দীর্ঘকাল ধরে চলে আসছে-তিনি আরো বলেন বিএনপি জনগণের রায় নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পেলে সকল ধর্মাবলম্বী মানুষের শান্তি, নিরাপত্তা, ধর্ম-কর্ম পালনের স্বাধীনতা এবং মূল্যবোধ ও সংস্কৃতির চর্চার অধিকার সুনিশ্চিত করবে।

মঙ্গলবার মহাঅষ্টমীর সন্ধ্যায় মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের সার্বজনীন শিবমন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন- মিল্টন ।

স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আরিফুজ্জামান মিল্টন ও সদস্য সচিব মো: জাহিদুল ইসলাম রানু সহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ পূজা মণ্ডপ ঘুরে ঘুরে উপস্থিত ভক্ত ও পূজারীদের দুর্গা পূজার শুভেচ্ছা জানান এবং কমিটির সভাপতি ছোট কুমার সরকারের নিকট ব্যাক্তিগত ভাবে আর্থিক অনুদান প্রদান করেন।এসময় তিনি পরিদর্শন বইতে মতামত ব্যক্ত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)