বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া ও নড়াইলের সীমান্তবর্তী এলাকা এগারোখানের বাকড়ীতে ফ্রি মেডিকেল সেবার আয়োজন করা হয়েছে। বুধবার (১অক্টোবার) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে কমরেড অমল সেন ট্রাস্ট স্বাস্থ্যকেন্দ্র। এতে এগারোখান অঞ্চল ছাড়াও অন্য এলাকার অনেকেই এ সেবা নেন। মেডিকেল ক্যাম্পের প্রধান ছিলেন গাইনি বিশেষজ্ঞ ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।
শারদীয় দুর্গোৎসব চলাকালে প্রতিবছর এ সেবার আয়োজন করে তেভাগা আন্দোলনের পুরোধা কমরেড অমল সেন ট্রাস্ট স্বাস্থ্য কেন্দ্র। ১ অক্টেবার দুর্গোৎসবের মহানবমীর দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ মেডিকেল সেবা। বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে কমরেড অমল সেনের স্মৃতিসৌধের পাশেই নির্মিত স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন এগারোখান ও এর বাইরের কমপক্ষে দুইশত অসহায় রোগী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ঔষধ সহায়তা পান। এতে গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররা দিনব্যাপী চিকিৎসা সেবা দেন। এতে উপস্থিত ছিলেন কমরেড অমল সেন ট্রাস্ট স্বাস্থ্য কেন্দ্রের সভাপতি কৃষ্ণপদ বিশ্বাস, সাধারন সম্পাদক ডা. কল্যাণ অধিকারী, কোষাধ্যক্ষ মিলন বিশ্বাস, সদস্য সাবেক ব্যংক কর্মকর্তা দুলাল বিশ্বাস, অব. শিক্ষক উজ্জ্বল বিশ্বাস, রনজিত বিশ্বাস, বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অব. শিক্ষক রনজিত বিশ্বাস, মালিয়াট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কমরেড নির্মল বিশ্বাস, অমল ভট্র, দিনদয়াল ঘোষ, ওয়ার্কার্স পার্টির নড়াইল জেলা সভাপতি কমরেড নজরুল ইসলাম, কমরেড স্বপ্না সেন প্রমুখ।