বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় আখের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক দোহাকুলা ইউনিয়নের সুকদেবনগর গ্রামের সাজ্জাদ শিকদারের ছেলে আরেফিন শিকদার। শুক্রবার রাতে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন- একই গ্রামের কোফেল শিকদারের ছেলে লুৎফর শিকদার, কালাম শিকদার, নুর ইসলাম শিকদার, আকছেদ শিকদার, হাফিজুর শিকদারের ছেলে রজিবুল শিকদার ও রাকিবুল শিকদার।
অভিযোগকারী উল্লেখ করেছেন, উপজেলা ১১৫ নম্বর ছাইবাড়ীয়া মৌজার ২৬১ দাগে দুই বিঘা জমি নিয়ে বিরোধ চলছিলো। এ বিষয় নিয়ে ২০ বছর আগে স্থানীয়ভাবে ইউপি চেয়ারম্যান সালিশ মীমাংসা করে দেন। জমিতে দীর্ঘদিন আখচাষসহ বিভিন্ন ফসল ফলাই। অভিযুক্ত ব্যক্তিরা ৩ অক্টোবর ভোর বেলায় জমিতে রোপন করা আখ ক্ষেতে মাটি দিয়ে ভরাট করে দেয়। পাশাপাশি সকল আখের রোপণ করা চারা নষ্ট করে দেয়।
অভিযোগের বিষয় অভিযুক্ত লুৎফর শিকদার আখের চারা নষ্ট করার কথা মোবাইল ফোনে স্বীকার করেছেন।
বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।