বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া হাট বাজার কমিটির ত্রি-বাষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। দীর্ঘদিন পর এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী সমাজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ শুরুর আগেই বাজার এলাকায় ছিল উৎসবের আমেজ।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ২৯৪ জন। সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রভাষক তৌহিদুল ইসলাম তুহিন নেতৃত্বে ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রশাসন বা থানা পুলিশের সহযোগিতা ছাড়াই পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আবু তালেব ও আহম্মদ আলী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আবুল কালাম আজাদ লিটন হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বনি আমিন ও রেজওয়ান ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মো. আবু তালেব বিপুল ভোটে জয়লাভ করেন। সাধারণ সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বনি আমিন নির্বাচিত হন।