বাঘারপাড়া প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সুপ্রীম কোর্টের তরুণ আইনজীবী মাওলানা বায়েজীদ হোসাইন এর নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
মোটরসাইকেল শোডাউনটি শনিবার সকাল ১০ টায় বাঘারপাড়া উপজেলার মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে রায়পুর, বন্দবিলা, জহরপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারিকেল বাড়িয়ায় অবস্থান করে। পরবর্তীতে বিকালে ধলগা, দোহাকুলা,জামদিয়া, বাসুয়াড়ি, দরজাহাটের বিভিন্ন গ্রাম ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় মহিলা ডিগ্রী কলেজে গিয়ে উক্ত শোডাউন শেষ হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতশত নেতাকর্মী মোটর সাইকেল শোডাউনে অংশগ্রহণ করেন।
সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাও: বায়েজীদ ছাড়াও মোটরসাইকেল শোডাউনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা ওলিয়ার রহমান, মাওলানা মুজাহিদুল ইসলাম। এছাড়া আরো বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী প্রভাষক মাওলানা ফজলুল করীম এবং যুগ্ম সমন্বয়কারী মাওলানা বেলাল হোসেন প্রমুখ।