আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা আসমাউল হুসনা ওরফে আসমার বিরুদ্ধে সরকারি চাল ও প্রতিবন্ধীদের অনুদানের অর্থ আত্মসাৎ এবং সীমাহীন দুর্নীতির প্রতিবাদে তাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় ফুলতলা বাজারে প্রধান সড়কে ভুক্তভোগী ও সাধারণ জনসাধারন এ কর্মসূচির আয়োজন করে। দাবি না মানা হলে আজ (সোমবার) সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, মোঃ কারিমুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক উপজেলা দক্ষিণ শাখার সভাপতি নূর ই আলম সিদ্দিকী, ভিকটিম আব্দুস সালাম, ন্যাচার কনজারভেশন ভলেন্টিয়ার টিম পরিচালক মাসুম বিল্লাহ, ভিকটিম বেদানা পরামাণিক, আব্দুর রাশিদ সানা প্রমুখ।