আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন পরিষদের নবাগত প্রশাসক রফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সংবর্ধনার আয়োজন করে। ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এসময় সংবর্ধিত অতিথি নবাগত প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। উল্লেখ্য, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দীপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পরিষদের ১২ জন সদস্যের মধ্যে ১০ জন অনাস্থা জ্ঞাপন করেন।