Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঠিকানা পেলো পাগলীর গর্ভে জন্ম নেয়া সেই কন্যাশিশু

এখন সময়: বুধবার, ১৫ অক্টোবর , ২০২৫, ০৭:১০:১০ এম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেয়া সেই শিশুটিকে দত্তক নিয়েছেন উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামের আশিকুর-রুমানা দম্পতি। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে আনুষ্ঠানিক ভাবে ২১ দিন বয়সের কন্যা শিশুকে দত্তক গ্রহণকারী দম্পতির হাতে তুলে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসান, অর্থ সম্পাদক মো. শের আলী, সদস্য শেখ শরিফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শেখ মশিউর রহমান, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার শেখ হেমায়েত হোসেন, ইউনিয়ন সমাজকর্মী তারক দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসিক ভারসাম্যহীন এক নারী কন্যা সন্তান প্রসব করেন। যথাযথ তত্বাবধানের পর জেলা শিশু কল্যাণ বোর্ড সাতক্ষীরা কতৃক সুবিধাবঞ্চিত শিশুকে শিশু আইন ২০১৩ অনুযায়ী বিকল্প পরিচর্যা সামাজিক ভিত্তিক একীকরণ করার লক্ষ্যে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ১২ টি শর্ত উল্লেখপূর্বক উপজেলার মাঘুরালী গ্রামের আশিকুর রহমান ও রুমানা আক্তারের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ২১ দিন বয়সের শিশুটিকে দত্তক গ্রহণকারী দম্পতির কাছে হস্তান্তর করেন এবং শিশুটির পায়ে নূপুর পরিয়ে দেন। কণ্যাশিশুটি নাম ‘আফিয়া জান্নাত’ রাখা হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নলতা ইউনিয়ন পরিষদ থেকে শিশুটির জন্মনিবন্ধন সনদ প্রদানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)