Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে টাইফয়েড টিকা : লক্ষ্যমাত্রার অর্ধেক শিশুর রেজিস্ট্রেশন সম্পন্ন

এখন সময়: বুধবার, ১৫ অক্টোবর , ২০২৫, ০৭:১০:৫১ এম

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। মাসব্যাপী এ কর্মসূচিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মোট ৭১ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর পর্যন্ত প্রায় ৩৭ হাজার শিশুর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৫১ শতাংশ। একডোজের এই টাইফয়েড কনজুগেট টিকা গ্রহণে উৎসাহিত করার জন্য ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীর জানান, ‘‘টাইফয়েড একটি সংক্রামক রোগ যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। সময়মতো টিকা নিলে শিশুদের এই রোগ থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। মানুষের মধ্যে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কিছুটা ভীতি কাজ করছে, যার কারণে প্রত্যাশিত সংখ্যায় রেজিস্ট্রেশন হয়নি। তবে টিকা সম্পূর্ণ নিরাপদ এবং এটি শিশুদের টাইফয়েডের মারাত্মক ঝুঁকি থেকে সুরক্ষা দেবে।”

তিনি আরও বলেন, “অভিভাবকদের প্রতি অনুরোধ, নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তানদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা গ্রহণ নিশ্চিত করুন। এতে করে টাইফয়েড প্রতিরোধে একটি শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি হবে।”

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা করছেন, প্রচারণা জোরদার করা হলে নির্ধারিত সময়ের মধ্যেই কাক্সিক্ষত সংখ্যক শিশুর রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

টাইফয়েড এর টিকা গ্রহণের উপকারিতা বর্ণনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, এই টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করতে পারে।

মোট ১৮ কার্যদিবস ধরে এই কার্যক্রম চলবে। উপজেলার সব স্কুল ও মাদ্রাসায় ক্যাম্প করে টিকা দেয়া হবে। এর পাশাপাশি ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কেন্দ্রগুলোতে টিকা দেয়া হবে। টাইফয়েড জ্বরের উচ্চ প্রাদুর্ভাব রোধ এবং শিশুমৃত্যু হ্রাস করার লক্ষ্যে সরকার প্রথমবারের মতো দেশব্যাপী এই কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)