বাঘারপাড়া প্রতিনিধি: ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর ) দুপুরে বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের অধীনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিষদের চেয়ারম্যান আমিনুর সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হামিমুর রহমান, ইউপি সদস্য শেখ সাদেকুর রহমান, ব্র্যাক কর্মকর্তা রুকাইয়া হাসান, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার বৈশাখী মল্লিক প্রমুখ। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।