স্পন্দন ডেস্ক: “আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্নস্থানে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে আলোচনাসভা, বর্ণাঢ্য র্যালিসহ বুধবার দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
খুলনা : দিবসটি উপলক্ষে সকালে তারুণ্যের বাতিঘর যুব ফোরামের আয়োজনে “শিশুর কথা শুনব আজ শিশুর জন্য করব কাজ’ শীর্ষক আলোচনা সভা শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। সভায় ফাহমিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার।
মহেশপুর : সকালে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুস্তাাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সিএস মনোরঞ্জন মজুমদার।
অভয়নগর (যশোর) : সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, শিক্ষার্থী রাবেয়া বসরী, সুইটি খাতুন, সুমাইয়া খাতুন, খাদিজা খাতুন প্রমুখ।
বাঘারপাড়া (যশোর) : সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে¡ এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা ওয়ালিদ হোসেন রুম্মান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, আনছার ভিডিপি কর্মকর্তা শাহীনা আক্তার। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কেশবপুর : উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু একাডেমির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে সকালে অনুষ্ঠিত আলোচনাসভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কাকলী রানী দাস, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমোতারা খাতুন ও কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক সুলক্ষ্মনা শ্যামা বিশ্বাস। আলোচনার অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোটচাঁদপুর (ঝিনাইদহ) : সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তারুণ কুমার দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বীন ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সামছুল আলম, কোটচাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) এনায়েত আলী খন্দকার, জামায়াতে ইসলামীর পৌর আমীর মুহাদ্দেস আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভুইয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার, সহসভাপতি রেজাউল করিম, সমন্বয়ক হৃদয় আহসান, শামীম হোসেন প্রমুখ।
কালিগঞ্জ (সাতক্ষীরা) : দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণার্ঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়। র্যালি শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সমিতির সভানেত্রী বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন নারী সংগঠনের প্রধান, সদস্যবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
পাইকগাছা (খুলনা) : সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন শাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বজলুর রহমান।
ফকিরহাট (বাগেরহাট) : দিবসটি উপলক্ষে সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। এসময় ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর, উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অতিশ কুমার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।
আলমডাঙ্গা : সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, বিআরডিবি কর্মকর্তা সেলিম রেজা, হারদী হাসপাতালের ওসিসি হিরোজ কবির, নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনা প্রমুখ।
ডুমুরিয়া : সকালে উপজেলা পরিষদের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্যদেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, সাবেক শিবির নেতা অ্যাড আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও অন্যান্য সুধিজন উপস্থিত ছিলেন।
মহম্মদপুর (মাগুরা): সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো। বক্তব্য রাখেন আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা কাজী ডা. আবু আহসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল হক, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রাশেদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাহমিনা আফরোজ, যুব নেতা খায়রুল আলম, শিক্ষার্থী মারিয়া সুলতানা প্রমুখ।