Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কচুয়ায় পরিবহন চাপায় শিক্ষক নিহত, সড়ক অবরোধ

এখন সময়: রবিবার, ১৯ অক্টোবর , ২০২৫, ১০:১৭:৩৮ এম

কচুয়া প্রতিনিধি  : বাগেরহাটে ঢাকাগামী দূরপাল্লার দোলা পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক আছাদুর রহমান নিহত হয়েছেন। বুধবার (০৮ অক্টোবর) সকালে বাগেরহাটের সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার মোল্লাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহতের খবরে ক্ষুব্দ শিক্ষার্থীরা দৈবজ্ঞহাটি স্কুলের সামনে সকাল ৯টা থেকে দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখলে সব ধরনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষকরা ক্ষুব্দ শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে নিয়ে গেলে সকাল ১১টার পর সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহত শিক্ষক আছাদুর রহমানের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামে। ১৩ মাস আগে এনটিআরসিএ‘র মাধ্যমে দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে তিনি শিক্ষকতা করে আসছিলেন। বাগেরহাটে কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় তিনি ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন।

দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযূষ কুমার সাহা এতথ্য নিশ্চিত করে জানান, প্রতিদিনের মতো বুধবারও সকাল সাড়ে ৮টার দিকে সাইবোর্ডের ভাড়া বাসা থেকে মোটরসাইকেল করে স্কুলে আসছিলেন শিক্ষক আছাদুর রহমান। এসময়ে সাইনবোর্ড- শরণখোলা আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার মোল্লাবাড়ি নামক স্থানে পৌছালে শিক্ষক আছাদুর রহমানকে ঢাকাগামী দ্রুতগতির দোলা পরিবহন তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। দ্রুত বাগেরহাট ২৫০ বেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান জানান, দুর্ঘটনার পর যাত্রীবোঝাই দোলা পরিবহনটি সড়কের খাদে নামিয়ে রেখে চালক ও তার সহকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পলাতক চালক ও তার সহকারীদের আটকের চেষ্টা চলছে। দুই ঘন্টা ধরে অবরোধের পর সকাল ১১টায় সড়কটিতে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)