কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫ টায় মৌতলা বাজারে ফেস্টুন, বেলুন এবং ফিতা কেটে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মৌতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল কবীরের সভাপতিত্বে কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন।
ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক আনিসুর রহমান হাবিবুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুল মঈন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ সোহেল প্রমুখ।
এ সময় ইউনিয়ন বিএনপির নয়টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।