অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা। শুক্রবার বিকেলে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অভয়নগর ফুটবল একাডেমির আয়োজনে এ হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধের ৯ মিনিটে অভয়নগর ফুটবল একাদশের ১০ নম্বর জার্সিধারী বিদেশি খেলোয়াড় এরিক দলের হয়ে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। এরপর দ্বিতীয়ার্ধে অভয়নগর ফুটবল একাডেমির ১১ নম্বর জার্সিধারী আতিক হাসান ১৭ ও ২৫ মিনিটে পরপর ২টি গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। শেষ মুহূর্তে ব্যবধান কমাতে বাগেরহাট একাদশের অধিনায়ক ১২ নম্বর জার্সিধারী রাহাত একটি গোল করলেও জয় ছিনিয়ে নেয় অভয়নগর ফুটবল একাডেমি। এ খেলায় অভয়নগর ফুটবল একাডেমি ৩ু১ গোলের ব্যবধানে বাগেরহাট ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অভয়নগর ফুটবল একাডেমির ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় আতিক হাসান নির্বাচিত হন ম্যাচসেরা খেলোয়াড়। খেলা পরিচালনা করেন রেফারি কামাল হোসেন। খেলা উপভোগ করতে মাঠে ভিড় জমায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো দর্শক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. শাকিল আহমেদ রিপন।
বিশিষ্ট ক্রীড়াবিদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এটিএম তরিকুল ইসলাম মিলন, জাহাঙ্গীর হোসেন, ক্রীড়াবিদ মাহতাব নাসির পলাশ, এমএ আকসাদ সিদ্দীকি শৈবাল, এবিএম আক্তারুজ্জামান, সোহেল হাসান মাসুদ টিটো।