মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কালুকান্দি গ্রামে বজ্রপাতে সানোয়ার (৫০) নামে এক কৃষক আহত হয়েছেন। শুক্রবার বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সানোয়ার বাড়ির টিউবওয়েলে গোসল করছিলেন। এ সময় তার থেকে প্রায় পাঁচ-ছয় হাত দূরে একটি গাছের ওপর বজ্রপাত ঘটে। বজ্রপাতের বিকট শব্দে সানোয়ার অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান, বজ্রপাতের সময় আকাশে মেঘ-বিদ্যুৎসহ বৃষ্টি হচ্ছিল। হঠাৎই বজ্রপাতের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।