কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আকর্ষণীয় ফাইনাল খেলা। শনিবার (১১ অক্টোবর) বিকেলে কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় মুখোমুখি হয় নলতা ইউনিয়ন ও মথুরেশপুর ইউনিয়ন ফুটবল একাদশ।
উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ইউপি সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে মথুরেশপুর ইউনিয়ন একাদশ ৩-২ গোলের ব্যবধানে নলতা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
প্রচুর সংখ্যক দর্শকের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং যুব ও ক্রীড়া বিভাগের নেতৃবৃন্দ টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন।