সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে গোসল করতে গিয়ে একই সঙ্গে তিন কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে চাপাতলা গ্রামের খালের পানিতে ডুবে শিশুদের মৃত্যুর এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুরা হলো- চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৯), সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৮) এবং মো: তরীকুলের মেয়ে তানহা (৯)।
পরিবারের সদস্য ও স্থানীয়া জানান- শনিবার দুপুরে গোসলের উদ্দেশ্যে শিশু তিনটি বাড়ি থেকে বের হয়। দুপুর ২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী খালের পানিতে গোসল করতে নামে,খালে এই সময় তীব্র স্রোত ছিল এবং গভীরতাও ছিল অনেক বেশি।
একপর্যায়ে তারা একে একে পানিতে ডুবে যায়। পাশের পাট ধোয়ার কাজে ব্যস্ত থাকা কয়েকজন জানতে পারেন একটি শিশু পানিতে ডুবে গেছে। স্থানীয়রা দ্রুত খালে নেমে তল্লাশি করে একে একে তিনটি শিশুকেই উদ্ধার করে। উদ্ধারকৃত শিশুদের দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আসাদুর রহমান তিনটি শিশুকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রতিবেশীরা জানান, শিশু তিনটি সাঁতার জানত। কিন্তু খালের তীব্র স্রোত ও অতিরিক্ত গভীরতার কারণেই তারা পানিতে তলিয়ে যায় এবং শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, খালের পানির গভীরতা বেশি থাকায় শিশুরা উঠতে পারেনি। দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
এই করুণ মৃত্যুতে নিহতদের পরিবার ও চাপাতলা গ্রামে শোকের মাতম চলছে।