Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহে রেললাইনের দাবিতে মানববন্ধন

এখন সময়: বুধবার, ১৫ অক্টোবর , ২০২৫, ০১:০৫:১৭ এম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও নবগঙ্গা নদী সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি।

এতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জিপি মোকাররম হোসেন টুলু, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, রেললাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টুসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ঝিনাইদহ জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। ফ্যাসিস্ট সরকারের আমলে কোন উন্নয়ন হয়নি। জেলায় রেললাইন ও মেডিক্যাল কলেজ না থাকায় যোগাযোগ ও চিকিৎসা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। বক্তারা অবিলম্বে ঝিনাইদহে রেললাইন স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং নবগঙ্গা নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)