Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এদেশ সকল মানুষের ধর্ম পালন করার পবিত্র ভূমি : ইঞ্জি. টিএস আইয়ুব

এখন সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর , ২০২৫, ১১:০১:৫৯ পিএম

বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি: বাঘারপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া পূজা উদযাপন ফ্রন্ট’র সভাপতি রাজ কুমার বিশ্বাস।

কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব প্রধান বক্তার বক্তব্যে বলেন- হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। স্বাধীনতার পর থেকে বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করে আসছে। তাই ধর্মের ভিত্তিতে কোনো বিভক্তি চাই না। আমি মনে করি এদেশ সকল মানুষের ধর্ম পালন করার পবিত্র ভূমি। স্বাধীনভাবে বিচরণ করতে কোনো বাধা নেই।

এ সময় তিনি আরো বলেন, আপনাদের কোন ভয় নেই। আমার দল তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের পাশে থাকবে। সকলে মিলে এ অঞ্চল গড়ে তোলা আমাদের দায়িত্ব।

অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু বলেন, আমরা বাংলাদেশের মানুষ সকলে মিলেমিশে এদেশে থাকতে চাই। আমরা এদেশের নাগরিক বাংলাদেশ আমার আপনার সকলের। জাতীয়তাবাদী দল হিন্দু বৌদ্ধ সকলকে নিয়ে আগামী দিনের দেশ গঠন করতে চায়। এসময় তিনি ধানের শিষে ভোট দিতে সকলকে আহবান করেন। 

এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পূজা ফ্রন্টের সহসভাপতি সুরঞ্জন ঘোষ, সমীর কুমার পাল, যশোর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অশোক সরকার, নড়াইল জেলা পূজা ফ্রন্টের আহবায়ক অশোক কুন্ডু, সদস্য সচিব কার্তিক দাস প্রমুখ। উপজেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব প্রশান্ত কুন্ডু, যুগ্ম আহ্বায়ক রবীন অধিকারী। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। আগামী দুর্গাপূজার পর আরও বড় পরিসরে এই মাঠে দিনব্যাপী পূজা পূর্নমিলনীর ঘোষণা দেন টিএস আইয়ুব।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)