Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে শিক্ষকদের মানববন্ধন

এখন সময়: রবিবার, ১৯ অক্টোবর , ২০২৫, ১২:৫৯:০৮ এম

 

দাকোপ প্রতিনিধি: ঢাকায় শিক্ষক সমাবেশে পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে দাকোপে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলা সদর ডাকবাংলা মোড়ে দাকোপ উপজেলা কলেজ শিক্ষক ও কর্মচারীবৃন্দ এই প্রতিবাদ কর্মসূচি পালন করে। বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের সহকারী অধ্যাপক প্রণবেন্দু রায়ের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক অনিমেষ মন্ডলের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তৃতা করেন চালনা এম এম কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ অহিদুজ্জামান, শিক্ষক  আকুঞ্জি মোঃ রেজওয়ান আলী, সুরঞ্জিত কুমার প্রামাণ্য, জিএম কাজল হোসেন, সমরেন্দ্রনাথ সরকার, হোসাইন আলী গাজী, শারমিন সুলতানা, মাইনুল ইসলাম, তপন কুমার রায়, বিদ্যুৎ কুমার রায়, গোপাল চন্দ্র মন্ডল, নীল কমল সাহা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইমরান শেখ, মৌসুমী রায়, বিপ্লব সরকার, নির্মল জোদ্দার, মৃণালেন্দু রায় ও দেবব্রত রায়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)