অভয়নগর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র মেরামত ও সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে পৌঁছে দিতে অভয়নগরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানের নির্দেশনায় সোমবার বিকেলে চলিশিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে পায়রা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল পায়রা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চলিশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর নুর জালাল, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিলন মোল্যা ও ইউসুফ হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, সহদপ্তর সম্পাদক তরফদার বাশীর উদ্দিন, সদস্য জসিম উদ্দিন।
এছাড়া আরও বক্তব্য রাখেন- উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শামীম হোসেন, সদস্য সচিব রাজু আহম্মেদ, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মুজিবর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরফদার নাজির উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরফদার তানভীর উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর তরফদার ও আক্কাস হোসেন, এবং ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চলিশিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম বাবলু।