দাকোপ প্রতিনিধি: এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ২০শতাংশ বাড়িভাড়াসহ অন্যান্য দাবির সমর্থনে এবং শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে দাকোপে কর্মবিরতি ও মানববন্ধন পালিত হয়েছে।
দাকোপ উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী ফোরামের আয়োজনে বুধবার বেলা ১১ টায় চালনা ডাকবাংলার মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বিল্লালিয়া মাদ্রাসার উপধ্যক্ষ মাওলানা আখতারুজ্জামান, নলিয়ান দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আঃ মান্নান, কাকড়াবুনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ এবিএম মহিউদ্দিন ফিরোজ, গুনারী দাখিল মাদ্রাসার সহসুপার মাওঃ আনোয়ারুল ইসলাম, শিক্ষক দেবব্রত সরকার প্রমুখ। সভাটি পরিচালনা করেন চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মুরারী মোহন থান্দার।