আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জরুরী দুর্যোগ প্রস্তুতি অনুশীলন -২০২৫ : স্কুল ও কমিউনিটি পর্যায়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নাধীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহ ও প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান), মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এস এম মনোয়ার হোসেন।