Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে ট্রাকের পেছনে ভ্যানের ধাক্কা, প্রাণ গেল চালকের

এখন সময়: রবিবার, ১৯ অক্টোবর , ২০২৫, ১২:০৪:৫৬ এম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া ট্রাকের পেছনে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় চালক নিহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার চেঙ্গুটিয়া বাজার সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক রফিকুল ইসলাম (৬০) যশোর সদর উপজেলার রামনগর গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১২ টার দিকে খুলনাগামী একটি ট্রাক হঠাৎ মহাসড়কে দাঁড়িয়ে যায়। এ সময় পেছনে থাকা ফলবাহী ব্যাটারি চালিত একটি ভ্যান ট্রাকের পেছনে আঘাত করে। এতে ভ্যানের চালক আঘাতপ্রাপ্ত হয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। সুযোগ বুঝে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ভ্যান চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের ছেলে আল আমিন বলেন, প্রতিদিন সকালে যশোর শহর থেকে বিভিন্ন ধরণের ফল ভ্যানে বোঝাই করে নওয়াপাড়ায় পৌঁছে দেওয়ার কাজ করতেন বাবা। দুপুরে মোবাইল ফোনে জানতে পারি বাবা সড়ক দুর্ঘটনা আহত হয়ে অভয়নগরে সরকারি হাসপাতালে রয়েছেন। এসে দেখি বাবার মরদেহ বারান্দায় পড়ে আছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহানা আজমীন উর্মি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ভ্যান চালককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, ‘খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ভ্যানটি মহাসড়ক থেকে উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকের সন্ধানে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)