কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শিক্ষকরা সরকারের নিকট তাদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫শ’ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫শতাংশ উৎসব ভাতার দাবি জানান। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের মেইন বাসস্ট্যান্ডে এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসার শ শ শিক্ষক কর্মচারীরা যোগ দেন।
উপজেলা মাধ্যমিক ও মাদরাসা শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধনে বক্তৃতা করেন প্রভাষক মুসা করিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক হারুনর রশিদ ও মাদরাসা শিক্ষক নেতা নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক নেতারা।