দাকোপ প্রতিনিধি: দাকোপে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যজীবী ও মৎস্য চাষিদের সচেতনতা বৃদ্ধি প্রচারাভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত।
“জলবায়ু সহনশীল মাছ চাষে জীবন জীবিকায় সমৃদ্ধি আসে” এই শ্লোগানে বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপের বারুইখালী এলাকায় খোনা খাটাইল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সভাটি অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোঃ সামছু উদ্দিন, দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামিম হাসান, উপজেলা ফিশারিজ অফিসার বিপুল কুমার সাহা।