Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে ২৫শ’ কৃষক পেলেন বিনামূল্যের সবজি বীজ ও সার

এখন সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর , ২০২৫, ০২:০৪:৪৫ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যের  বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ওই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। এ সময়ে উপজেলার দুই হাজার ৫৪০ জন কৃষককে বিনামূল্যে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের বীজ প্রদান এবং বিঘা প্রতি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।

উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা খাইরুল হক, সিনিয়র মৎস কর্মকর্তা হাসান সাজ্জাত, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইমদাদ হাসান,  আনোয়ারুল ইসলাম রবি, জামির হোসেন ও ওরিয়ার রহমানসহ উপকার ভোগী কৃষকেরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)