কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: গেল ৭ অক্টোবর ছিনতাইয়ের ৯ দিন পর ইঞ্জিনচালিত ভ্যানটি উদ্ধার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ছিনতাইয়ের দিন ভ্যানচালক ভ্যান নিয়ে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে কোটচাঁদপুরের গোবিন্দপুর-চতুরপুরগামী পাকা রাস্তার পাশে রাশেদুল ইসলামের মেহগনি বাগানের প্রবেশমুখে সবুজ হোসেন নামের এক ব্যক্তি তার গতিরোধ করেন। এরপর ধারালো ছুরি দিয়ে চালকের গলায় আঘাত করে ভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তিনি। ঘটনার পর থেকে সবুজ আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরের নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) এনায়েত আলী খন্দকার, এসআই মাসুম বেল্লা ও হারুন অর রশিদ অভিযান চালিয়ে সবুজ হোসেনকে কালিগঞ্জ থানা এলাকা থেকে আটক করেন।
সে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের সুলতান আহমদের ছেলে।
পরে সবুজের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করে। তারা হলেন-দর্শনা কেরু মিলপাড়ার নজির আহসানের ছেলে আজিজুর রহমান (৪২), আজিমপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে সুমন হোসেন (২৮) এবং দোস্ত আমতলার সাহাবুদ্দীন সরকারের ছেলে আক্তার হোসেন (২৮)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া পাখি ভ্যানটি।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, “ঘটনার পরপরই থানায় মামলা করা হয়। এরপর থেকেই পুলিশ আসামিদের গ্রেফতারে তৎপর ছিল। গোপন সংবাদে আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ভ্যানটি। বৃহস্পতিবার সকালে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।”