Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কন্সফারেন্স অনুষ্ঠিত

এখন সময়: বুধবার, ২২ অক্টোবর , ২০২৫, ১০:৫৮:৩০ এম

 

মাগুরা প্রতিনিধি: মাগুরায় বিচারিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে আদালত ভবন সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্দুল মতিনের সভাপতিত্বে এ কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে গৌর সুন্দর বিশ্বাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রে আরিফা আক্তার, এডিএম শাশ্বতী শীল, পিবিআই এসপি গাজী রবিউল ইসলাম এবং জেলার আইনশৃঙ্খলা বাহিনীসহ বিচারিক কর্মকাণ্ডের সাথে সর্ম্পৃক্ত সরকারি কর্মকর্তাগণ।

এ কনফারেন্সে পুলিশ ও ম্যাজিস্ট্রিসীর মধ্যে সমম্বয় ও সহযোগীতা, মামলা দ্রুত নিস্পত্তি, বিচারকদের সার্বিক নিরাপত্তা, সমন জারী, আদালত চত্বরে সাক্ষীদের নিরাপত্তা, ময়নাতদন্ত, পুলিশ রিমান্ড ও ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা প্রতিপালন তদারকি, সময়মত মেডিকেল রিপোর্ট প্রদানসহ নানা বিষয় আলোচনা করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)