মাগুরা প্রতিনিধি : মাগুরায় লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালন ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় জেলা প্রশাসন মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মাগুরা জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম। এ সময় মাগুরা জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: ইলিয়াছুর রহমান ও জেলা মহিলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লালনকে স্মরণ করে সংগীত পরিবেশন করেন টুকু বাউল, ক্ষ্যাপা সালমা, উজ্জ্বল বাউল, হাসান বাউল, রাসেল বাউল ও রথিন বাউল। শেষে জেলা শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল শিল্পীরা নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতির সংগঠনের প্রধান, প্রতিনিধি ও ও বাউল সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।