Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুর বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

এখন সময়: বুধবার, ২২ অক্টোবর , ২০২৫, ১০:৪৬:৫০ এম

 

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমার ও আন্ডার গ্রাউন্ড ক্যাবল আগুনে পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে ২ টার দিকে উপজেলার হোগলডাঙ্গা পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের সুত্রপাত হয়। এ ঘটনায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন শ্রীপুর বিদ্যুৎ সমিতির উপপরিচালক শামীম উদ্দিন।

তিনি বলেন, শনিবার রাত ২ টার দিকে আন্ডার গ্রাউন্ড ক্যাবলের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বিদ্যুৎ পাওয়ার ট্রান্সফরমারের বাহিরের অংশ ও আন্ডার গ্রাউন্ড ক্যানল পুড়ে গেছে। শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে বিদ্যুৎ সরবরাহে কোন প্রভাব পড়বে না।

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার সামছুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আন্ডার গ্রাউন্ড ক্যাবল থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে তিনি জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)