সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় একটি মার্কেটে আগুন লাগায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ব্যবসায়ী দুই ভাই আলম ও জাকির অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) বেলা ৩ টার দিকে সাতক্ষীরা-ভোমরা স্থলবন্দর সড়কের মাহমুদপুর বাদামতলা নামক স্থানে নজরুল মার্কেটে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলের পাশে বসবাসরত আব্দুল ওহাব জানান, প্রতিদিনের মতো দুপুরে মার্কেটের দোকানদাররা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। এরমধ্যে বেলা আনুমানিক তিনটার দিকে মার্কেটের স্বত্বাধিকারী নজরুল ইসলামের দুই ছেলে আলম ও জাকিরের দোকানে আগুন জ্বলতে দেখা যায়। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি মোটর সাইকেলের মেকানিক আনিছুর রহমানের দোকানে। এছাড়া, আরো কয়েকটি দোকানে আগুনের বিস্তৃতি ঘটে।
তিনি আরো বলেন, আগুনে মেকানিকের দোকানে রক্ষিত ৬/৭টি মোটরসাইকেল, আলম ও জাকিরের আর এফ এলের মালামাল, রং,এ্যালুমনিয়ামসহ কয়েকটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। যদিও খবর পেয়ে সাতক্ষীরা সদর থেকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে যেয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, তার আগেই সবকিছু পুড়ে শেষ হয়ে যায়।
দমকল কর্মী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেছেন, সর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে।
এদিকে, আগুনে আনুমানিক কোটি টাকার ক্ষতি হওয়ায় আলম ও জাকির দুই ভাই অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে সাতক্ষীরায় চিকিৎসা নিতে পাঠিয়েছেন পরিবারের সদস্যরা।
মোটরসাইকেল মেকানিক আনিছুর রহমানও অসহায় হয়ে কান্নাকাটি করছেন। তিনি বলেন, দোকানসহ কাস্টমারদের গাড়িগুলো আগুনে পুড়ে গেছে।