কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ফাইনালে উন্নীত হলো ধুলিহর সুপারস্টার যুব সংঘ, সাতক্ষীরা। রোববার (১৯ অক্টোবর) কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ২-১ গোলে কুশলিয়া কসমস ফুটবল একাদশ, কালিগঞ্জকে হারিয়ে এ ফাইনাল নিশ্চিত করে ধুলিহর সুপারস্টার যুব সংঘ। বিপুল দর্শক পরিপূর্ণ এ খেলায় অনুপম ক্রীড়াশৈলী প্রদর্শন করে ধুলিহর সুপারস্টার শেষ মুহূর্ত পর্যন্ত একচেটিয়া প্রাধান্য বজায় রেখে ২-০ গোলে এগিয়ে ছিলো। শেষ বাঁশি বাজার মিনিট তিনেক আগে পেনাল্টিতে সুমনের দেওয়া গোলে কসমস ফুটবল একাদশ ব্যবধান কমিয়ে আনলে খেলাটি ২-১ গোলে শেষ হয়। এর আগে ধুলিহর সুপারস্টারের পক্ষে প্রথমার্ধ্বে হাসানুর প্রথম গোল ও দ্বিতীয়ার্ধ্বে আতিক দ্বিতীয় গোলটি করেন। খেলায় সেরা খেলোয়াড় বিবেচিত হন ধুলিহর সুপারস্টারের আতিক। খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব তাহের মোল্লা জানান, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট (কপাই) আয়োজিত এ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) শার্শা রুস্তম আলি ফুটবল একাদশ ও শ্যামনগর ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হবে।