কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : কালীগঞ্জে চলন্ত ট্রেনের নিচে খণ্ড বিখণ্ড হয়ে অজ্ঞাত এক নারীর (৬০) মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে আটটার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের ধারণা নিহত ওই নারী একজন মানসিক প্রতিবন্ধি।
প্রত্যক্ষ্যদর্শী এক কৃষক জানান, ট্রেন আসার আগে তাকে ওই নারীকে রেল লাইনের ধারে ঘুরতে দেখেছিলাম। কিছু সময় পর চলন্ত ট্রেনের নীচে পড়ে শরীর দ্বি-খণ্ডিত হয়ে মারা যায়। তাদের ধারনা, নিহত ওই নারী একজন মানসিক প্রতিবন্ধী হতে পারে।
মোবারকগঞ্জ রেলস্টেশনের সহকারী মাস্টার তৌহিদুল ইসলাম জানান, সকালে ট্রেনের এক চালকের থেকে জানতে পারেন, বাবরা রেলগেট এলাকায় একজন ট্রেনে কাটা পড়েছে। এ সময় তাৎক্ষণিক লোক পাঠিয়ে নিশ্চিত হন খুলনা থেকে ছেড়ে আসা রাাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী মারা গেছেন।