Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-শিশুসহ ৯ জনকে পুশব্যাক

এখন সময়: সোমবার, ২৭ অক্টোবর , ২০২৫, ১১:৪৭:৩১ পিএম

চৌগাছা প্রতিনিধি :  যশোরের চৌগাছার মাশিলা সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-শিশুসহ ৯ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

রোববার (১৯ অক্টোবর) বিকেলে ভারতের বয়রা বিএসএফ ও মাসিলা বিজিবি ক্যাম্প পতাকা বৈঠক করে এ ৯ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠায়।

বাংলাদেশ অভ্যন্তরে ভারতের থেকে পুশব্যাক করা ব্যক্তিরা  হলেন- বাগেরহাট জেলার সরণখোলা উপজেলার ফুড়িয়াখালি গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে আব্দুর রাজ্জাক (৪৭) তার স্ত্রী খাজিদা আক্তার (৩৫) ও তার ছেলে মাস্টার আব্দুল্লাহ খান (৮), সিলেট জেলার সদর উপজেলার তেররতন গ্রামের তৌদিহ মিয়ার মেয়ে ইয়াসমিন খাতুন (৩০), গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার পানজুরা গ্রামের আব্দুল মজিদের মেয়ে রাজিয়া বেগম (৩০), ময়মনসিংহ জেলার সদর উপজেলার বৃট্রিশবাড়ী গ্রামের দোলাল খানের মেয়ে কাজল লিপি (৪৫), দিনাসপুর জেলার বিরল উপজেলার মকলেচপুর গ্রামের মনছুর আলীর ছেলে লিটন খান (২৪), দিনাসপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাপগঞ্জ গ্রামের মুন্সি টুডুর ছেলে সুনিল টুডু (২৬) ও দিনাসপুর জেলার বোচাগঞ্জ উপজেলার কাকদুয়ারী গ্রামের আব্দুল আমিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (২২)।

৪৯ মাশিলা সীমান্তের বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফরিদ উদ্দীন বলেন, ভারতের বহেরা সীমান্তে পতাকা বৈঠক করে বিএসএফ বিকেলে তাদের ফেরত দেন। আমরা তাদেরকে চৌগাছা থানা হেফাজতে দিয়েছি। 

পুশব্যাক হওয়া আব্দুর রাজ্জাক খান বলেন, আমাদের মধ্যে কেউ ভারতের গুয়াভারে কেউ হরিয়ানায় ও কেউ উত্তর খণ্ডে ছিলাম। সেখান থেকে আমাদের বিএসএফ  ক্যা¤েপ নিয়ে আসে। সেখান থেকে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সন্ধ্যায় ৯জন বাংলাদেশিকে পুসব্যাক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)