শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মাগুরা জেলার সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা ও সহ-সাংগঠনিক সম্পাদক সাহেব আলী খন্দকার শ্রীপুর উপজেলা কৃষকদলের সাংগঠনিক দ্বায়িত্ব প্রাপ্ত হওয়ায় সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শ্রীপুর উপজলা কৃষকদলের আহ্বায়ক কে এম রোমানুর রহমান বিপ্লব ও সদস্য সচিব মঈনুল ইসলাম সুজনকে সংবর্ধনা প্রদান করা হয়। শ্রীপুর উপজেলা ও শ্রীপুর উপজেলা অধীনস্হ সকল ইউনিয়ন কৃষকদলের আয়োজনে রোববার বিকেলে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়াম এ সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক কে এ রোমানুর রহমান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা।
শ্রীপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মঈনুল ইসলাম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, আইন বিষয়ক সম্পাদক রেজা সিদ্দিকী ডিকন, দপ্তর সম্পাদক চঞ্চল চৌধুরী, উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ শুকুর মাহমুদ, আমলসার ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোকাদ্দেস বিশ্বাস, শ্রীকোল ইউনিয়ন কৃষকদলের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, শ্রীপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মাহবুব শেখ, গয়েশপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ইসরাফিল বিশ্বাস, সদস্য সচিব রিপন শেখ, দারিয়াপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সোহেল শেখ, কাদিরপাড়া ইউনিয়ন কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইমরান হোসেন, সব্দালপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মারুফুল ইসলাম, নাকোল ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।