Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রতি মাসে অর্ধশত অসহায় নারী শিক্ষার্থী পাচ্ছে হিরো উমেন স্কলারশীপ

এখন সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর , ২০২৫, ০২:০৫:০২ পিএম

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: শিক্ষা বৃত্তি বাল্য বিবাহ বন্ধে সহায়ক” এ স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে অর্ধশত গরীব মেধাবী নারী শিক্ষার্থীকে হিরো উমেন স্কলারশীপ শিক্ষাবত্তি প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক অনুষ্টানের মাধ্যমে ওই শিক্ষাবৃত্তি প্রদান করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। উল্লেখ্য, ২০০৩ সাল থেকে জাপানী এক মহিয়সী নারী হিরেকো কোবাইসির ব্যাক্তিগত সহযোগিতায় কালীগঞ্জের ৫০জন গরিব মেধাবী নারী শিক্ষার্থীকে ওই শিক্ষাবত্তি প্রদান করে আসছেন। এরমধ্যে অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেনী পর্যন্ত জনপ্রতি শিক্ষার্থীকে প্রতি মাসে ৪শ টাকা এবং একাদশ থেকে মাস্টার্স পর্যন্ত ৫শ টাকা করে শিক্ষাবৃত্তি দিচ্ছেন।

বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে বিতরন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ এ এন্ড এফ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মশিউর রহমান, সলিমুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ মোছা রোকেয়া খাতুন, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুন, সুফিয়া খাতুন ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)