নিজস্ব প্রতিবেদক: মণিরামপুর উপজেলার ১৫ নম্বর কুলটিয়া ইউনিয়নের পদ্মনাথপুর সার্বজনীন কালী মন্দিরে সোমবার রাতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন, মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, মণিরামপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সন্তোষ সর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস হোসেন এবং কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল মাস্টার। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানে প্রাণবন্ত অংশগ্রহণ করেন
প্রধান অতিথি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা বিএনপির নীতিগত অবস্থান। এই দেশ সকলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে ।