আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে মৎস্যজীবী খায়রুজ্জামানেরর ১১টি মাছ ধরার জাল।
প্রতাপনগরের চাকলা গ্রামের খায়রুল ইসলাম সাগরে জাল ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। বেশ কিছুদিন ধরে জাল তৈরীর কাজে ব্যস্ত ছিলেন খাইরুল ও তার সঙ্গীরা। বনবিভাগের পাস পেলেই সুমুদ্রে যাবেন মাছ আহরণ করতে। কিন্তুগভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে তার ১১টি বেড় জাল। খায়রুল সহ আরও ৩০/৩২ জন মৎস্যজীবী বনবিভাগের অনুমতি পেলে পাঁচ মাসের জন্য দুবলার চর এলাকায় গভীর সুমুদ্রে মাছ ধরার জন্য জাল প্রস্তুত শেষে সোমবার সকালে নৌকায় তোলার কথা ছিল।