আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সরকাফা কলেজে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে কলেজ ছাত্রদলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ ছাত্র দলের সভাপতি সুমন আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রবিউল ইসলাম ও আইসিটি বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল মালেক। অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুজ্জামান সবুজ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক আল-আমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোজাফফর রহমান রিপন, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ছাত্রদলের সাধারণ সম্পাদক আদনান হাসান আবির, কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাবিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠ। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ক্লাস রুটিন ও কলম বিতরণ করা হয়। শুরুতে সকল শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।